শুক্রবার, মে ৩, ২০২৪

বুধবার পবিত্র ঈদুল ফিতর : আফগান সুপ্রিম কোর্ট

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কোথাও শাওয়াল মাস বা ঈদের চাঁদ দেখা যায়নি।

সোমবার (৮ এপ্রিল) রাতে ঈদের চাঁদ দেখা না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় দেশটির সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের কোথাও শাওয়ালুল মুকাররম বা ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। ইমারাতে ইসলামিয়ার কেন্দ্রীয় ও প্রাদেশিক চাঁদ দেখা কমিটির সদস্যদের কেউই দেশের আকাশে চাঁদ দেখতে পাননি। কেন্দ্রীয় ও প্রাদেশিক আদালতে হাজির হয়ে এখন পর্যন্ত সাধারণ নাগরিকদের কেউ চাঁদ দেখার দাবী ও সাক্ষ্যও পেশ করেনি। তাই কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির অংশ হিসেবে আমরা ঘোষণা করছি যে, আগামীকাল মঙ্গলবার ১৪৪৫ হিজরীর পবিত্র রমজানুল মুবারকের ৩০তম দিবস। পরদিন বুধবার শাওয়াল মাসের ১ম তারিখ ও পবিত্র ঈদুল ফিতর।

এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাইখুল হাদিস ওয়াত তাফসির ও বিশিষ্ট ফকিহ আব্দুল হাকিম হক্কানীর নির্দেশে দেশটির বিভিন্ন প্রদেশের উঁচু উঁচু স্থানগুলোতে, বিশেষত আফগানের সবচেয়ে উঁচু স্থান বালখ প্রদেশে অত্যাধুনিক ডিজিটাল দুরবিন স্থাপন করে কেন্দ্রীয় ও প্রাদেশিক চাঁদ দেখা কমিটির সদস্যরা। এসব দুরবিনের মাধ্যমে চাঁদ পর্যবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন দেশটির পেশাদার পর্যবেক্ষক ও আকাশ বিশেষজ্ঞরা।

সূত্র: আল ইমারাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img