হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষে পোস্ট দেওয়ায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল আলালকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, স্বেচ্ছাসেবক লীগের নেতা আল আলাল নিজের ফেসবুকে মাওলানা মামুনুল হকের পক্ষে পোস্ট দেন। বিষয়টি দলীয় নেতাকর্মীদের নজরে আসলে ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়। পরে বৃহস্পতিবার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।
এর আগে মাওলানা মামুনুল হকের পক্ষে পোস্ট দেওয়ায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।