ফ্রান্সের আইন পরিষদের উচ্চকক্ষ সিনেট থেকে ‘ইসলামী বিচ্ছিন্নতাবাদ’ মোকাবেলার নামে বিতর্কিত এক আইন প্রণয়নের খসড়া প্রস্তাবে বিশ্ববিদ্যালয়ের করিডরে ধর্মীয় আচার অনুশীলনে নিষেধাজ্ঞার এক ধারা অনুমোদন করা হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) সিনেটের এক অধিবেশনে আলোচনার পর নতুন এই ধার সংযোজন করা হয়।
বিতর্কিত এই আইনের খসড়ায় বিশ্ববিদ্যালয়ের করিডরে মুসলমানদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞার এই ধারাটি সংযোজেনের প্রস্তাব করেছে দ্য রিপাবলিকানস পার্টি (এলআর)।
অবশ্য বামপন্থী সিনেটরা ও ফরাসি শিক্ষামন্ত্রী জ্যা মিশেল ব্ল্যানকার সিনেটে আলোচনায় এই খসড়া প্রস্তাবের বিরোধিতা করেন। তবে সিনেটের ডানপন্থী সদস্যের ভোটে তা অনুমোদন করা হয়।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ফরাসি আইন পরিষদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে খসড়া প্রস্তাবটি অনুমোদন করে সিনেটে পাঠানো হয়। সিনেটে গত ৩০ মার্চ থেকে প্রস্তাবটি নিয়ে আলোচনা শুরু হয়।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন গত বছর তথাকথিত ‘ইসলামি বিচ্ছিন্নতাবাদ’ মোকাবেলার নামে এই আইনের প্রস্তাব করেন। দেশটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে প্রণয়ন করা এই আইনের সমালোচনা করা হচ্ছে।