লোহিত সাগরে ইসরাইলি জাহাজ রক্ষার পরিকল্পনায় ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ইয়েমেনের হুথি যোদ্ধাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য আলি আল কাহৌম। সেই সঙ্গে এই হামলা থেকে বাঁচতে হলে বাণিজ্যিক জাহাজগুলোর ভিন্ন পথে ভ্রমণ করা ছাড়া আর কোন বিকল্প রাস্তা খোলা নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ শুক্রবার (৮ ডিসেম্বর) লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
কাহৌম বলেন, আন্তর্জাতিক ও সামুদ্রিক নৌ-চলাচল আইনের প্রতি গুরুতরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ইয়েমেনি সশস্ত্র বাহিনী। একই সাথে ইসরাইলি জাহাজগুলোকে আক্রমণ করতেও প্রতিশ্রুতিবদ্ধ তারা যতক্ষণ না গাজ্জা উপত্যকায় গণহত্যা বন্ধ হচ্ছে।
এদিকে, গত ৩ ডিসেম্বর, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া বলেন, “ফিলিস্তিনিদের সমর্থনের লক্ষ্যে আমরা ইহুদীবাদী শত্রু জাহাজগুলোর পথ আগলে দাঁড়িয়েছি। গাজ্জা উপত্যকায় আক্রমণ না থামানো পর্যন্ত আরব ও লোহিত সাগরে ইসরাইলি জাহাজ আক্রমণ করা হবে।”
সূত্র: প্রেস টিভি