বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

মুসলিমদের ওপর সন্ত্রাসী হামলার তদন্ত করতে ব্যর্থ হওয়ায় ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডে প্রকাশ্যে মসজিদের ভিতর অনুপ্রবেশ করে মুসলিমদের ওপর খ্রিষ্টান সন্ত্রাসীর হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি ব্যর্থ হওয়ায় ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন।

তিনি বলেন, হামলার বিষয়টি নিয়ে দেশটির নিরাপত্তা বাহিনী ও তদন্ত কমিটির ব্যর্থতা রয়েছে। তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।

প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, গত বছর দু’টি মসজিদে ব্রেন্টন ট্যারেন্ট নামে এক খ্রিষ্টান ব্যক্তির সন্ত্রাসী হামলায় ৫১ জন মুসলিম নিহত হন। ব্রেন্টন ট্যারেন্টকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার আগে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করতে না পারার ব্যর্থতার জন্য পুলিশের সমালোচনা করা হয়েছে। হামলার আগে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ইশতেহারও পোস্ট করেছিল এ সন্ত্রাসী। গুলি চালিয়ে নির্বিচারে মুসল্লিদের হত্যার দৃশ্য সরাসরি সম্প্রচারও করেছিল ওই খ্রিষ্টান সন্ত্রাসী।

এসব ত্রুটি সত্ত্বেও সরকারি সংস্থাগুলোর মধ্যে কোনো ব্যর্থতা খুঁজে পায়নি ওই প্রতিবেদন। ২০১৯ সালের ১৫ মার্চের ওই হত্যাকাণ্ড তারা প্রতিরোধ করতে পারত কিনা; এ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img