আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সশস্ত্র সমর্থকরা দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের রাজপথে নেমে মহড়া দিচ্ছেন। তাদের হাতে রয়েছে ভারী অস্ত্র।
জর্জিয়া, অ্যারিজোনা ও পেনসিলভানিয়ার মতো যেসব দোদুল্যমান রাজ্যে জো বাইডেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন, সেসব রাজ্যের বিভিন্ন সড়কে এ ধরনের সশস্ত্র মহড়া দেখা গেছে। খবর স্কাই নিউজের।
ট্রাম্পের সমর্থনে রাস্তায় নেমে আসা তার সমর্থকরা এ সময় বলেন, আমরা যুদ্ধে যাচ্ছি বলেই আমাদের কাছে এসব ভারী অস্ত্র রয়েছে।
জর্জিয়া অঙ্গরাজ্যের ভারী অস্ত্রে সজ্জিত এসব মানুষ জানান, নিরাপত্তাগত কারণে এবং ‘বাইডেনের হাত থেকে আমেরিকাকে রক্ষা করতেই’ তারা অস্ত্র হাতে তুলে নিয়েছেন। ট্রাম্পের এসব সমর্থকের কেউ কেউ ‘বাইডেন দেশকে ধ্বংস করে ফেলবেন’ বলেও অভিযোগ করেন।
অ্যারিজোনা ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের রাজপথ থেকেও একই ধরনের দৃশ্য চোখে পড়ার খবর এসেছে।