শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

এবার মিশরের কাছে সহায়তা চাইল ইসরাইল

এবার মুসলিম দেশ মিশরের কাছে সহায়তা চেয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

গাজ্জার সীমান্তবেড়ার কাছে একটি ট্যাংক থেকে কয়েকজন ইসরাইলী বাহিনীর সদস্যকে আটক করেছে হামাসের সদস্যরা।শনিবার (৭ অক্টোবর) অবৈধ দখলদার ইসরাইলীদের বিরুদ্ধে আকস্মিকভাবে ও কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বড় সামরিক অভিযান শুরু করে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।

আর এ অভিযানে অসংখ্য ইসরাইলীকে হত্যা করা ছাড়াও বেশ কয়েকজন সেনা ও বেসামরিক মানুষকে ধরে নিয়ে গেছে তারা। বর্তমানে সেসব বন্দিদের গাজ্জার বিভিন্ন টানেলে আটকে রাখা হয়েছে।

আর হামাসের হাতে আটক এসব বন্দিকে ছাড়িয়ে নিতে মুসলিম দেশ মিশরের সহায়তা চেয়েছে ইসরাইল।

রোববার (৮ আগস্ট) মিশরের কয়েকজন সরকারি কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

ওই কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইল অনুরোধ জানিয়েছে বন্দিদের ছাড়িয়ে নিতে মিসর যেন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।

গতকাল শনিবার “অপারেশন আল-আকসা ফ্লাড” নামের বিশেষ অভিযান শুরু করে হামাস। এদিন ভোরে সীমান্ত বেড়ে ভেঙে হামাসের প্রায় এক হাজার সেনা ইসরায়েলে প্রবেশ করেন।

সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে হামাস ও মিসরের কর্মকর্তারা জানিয়েছেন, যেসব বন্দিকে ধরে নিয়ে আসা হয়েছে— তাদের সংখ্যাটা ঠিক কত— সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারছেন না। কারণ টানেলে থাকা হামাসের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

তবে ইসরাইল স্বীকার করেছে, হামাসের হাতে তাদের অনেক নাগরিক বন্দি হয়েছেন।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img