শনিবার সকালে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের দ্বারা অপারেশন আল আকসা ফ্লাড শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৫০ জন ইসরাইলী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে তেল আবিবের স্থানীয় গণমাধ্যম।
আজ রবিবার (৮ অক্টোবর) ভোরে এক টুইট বার্তায় “দ্য ডেইলি জেরুজালেম” পোস্ট এ বিষয়টি জানায়।
টুইট বার্তায় বলা হয়েছে, “একটি অনানুষ্ঠানিক প্রতিবেদন অনুসারে এখনো পর্যন্ত প্রায় ৭৫০ জন ইসরায়েলি নাগরিক নিখোঁজ রয়েছে।”
গত শনিবার, আল আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশ ও বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিক্রিয়ায় “অপারেশন আল-আকসা ফ্লাড” শুরু করে হামাস। এর বিপরীতে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে অপারেশন সোর্ডস অব আয়রন শুরু করে ইসরাইলী বাহিনী।
সূত্র: মিডল ইস্ট মনিটর