রবিবার, মে ১৯, ২০২৪

চট্টগ্রামে চার জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২ দিন বন্ধ

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও‌ বান্দরবানে সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২ দিন বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে এক সভা শেষে এ সিদ্ধান্তে কথা জানানো হয়। এতে বলা হয়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে এই তিন জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

বৃষ্টির পানি এবং পাহাড়ি ঢলের কারণে এ তিন জেলার অধিকাংশ রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img