ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | মাহবুবুুল মান্নান
কক্সবাজারের অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষাকেন্দ্র ,বড় মহেশখালী নতুন বাজার এমদাদিয়া কাসেমুল উলুম বড় মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা।
আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, মাওলানা ফরিদুল হক, কক্সবাজার শহর আমীর মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা নুরুল ইসলাম রহ. ছিলেন খতীবে আযম রহ.সহ বহু বুযুর্গানেদ্বীনের সান্নিধ্যধন্য একজন বর্ষীয়ান আলেমেদ্বীন। দীর্ঘ যাবৎ দ্বীনি মাদ্রাসার খেদমতে নিবেদিত থেকে নবভীর বিকাশধারায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি প্রত্যক্ষভাবে রাজনীতি না করলেও আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির একান্ত অনুরাগী ছিলেন। সমাজ সচেতন একজন আলেম হিসেবেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রবীণ এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা একজন আদর্শ অভিভাবককে হারালাম। আমরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
উল্লেখ্য, বড় মহেশখালী নতুন বাজার এমদাদিয়া কাসেমুল উলুম বড় মাদ্রাসার দীর্ঘ সময়ের মুহতামিম মাওলানা নুরুল ইসলাম সাহেব রহ. শনিবার(৬ জুন) রাত সাড়ে ৮ টায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।