সোমবার, মে ২০, ২০২৪

আফগানিস্তানে হামলা চালানোর জন্য পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল আমেরিকা

প্রতিবেশী আফগানিস্তানে হামলা চালানোর জন্য আমেরিকা পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ক্ষমতায় থাকাকালে আমেরিকার ওই প্রস্তাবকে সরাসরি নিষেধ করে দিয়েছিলেন বলেও জানান ইমরান খান।

দেশের বাইরে বসবাসরত পাকিস্তানের নাগরিকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানে ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল যেন আফগানিস্তানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে এখান থেকে (পাল্টা আক্রমণ) পরিচালনা করা যায়। আমি জানিয়ে দিয়েছিলাম, যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব মানা কখনোই সম্ভব নয়।

ইমরান খান বলেন, ইতোমধ্যেই আমেরিকার ”সন্ত্রাসবিরোধী যুদ্ধে” পাকিস্তানের ৮০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তবে এই আত্মত্যাগ কখনোই প্রশংসিত হয়নি। উল্টো অনেক মার্কিন রাজনীতিবিদ পাকিস্তানকে দোষারোপ করেছেন।

এর আগে ২০২১ সালের জুনে দেওয়া একটি সাক্ষাৎকারে ইমরান খান বলেছিলেন, পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে কোনো ধরনেরর পদক্ষেপের জন্য আমেরিকাকে কোনো ঘাঁটি কিংবা পাকিস্তানের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না।

সূত্র : ডন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img