সোমবার, মে ২০, ২০২৪

রাশিয়ার কাছ থেকে তেল কেনা বাড়িয়েছে ভারত : রয়টার্স

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোজনেফত জানিয়েছে, তারা ভারতের কাছে অপরিশোধিত তেলের বিশাল একটি চালান বিক্রি করেছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর বিরুদ্ধে আমেরিকাসহ পশ্চিমা ও তাদের মিত্র দেশগুলো নিষেধাজ্ঞা দেয়ার পরও ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে এবং তা বাড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি রাশিয়ার উরাল ক্রুড থেকে সাত লাখ টন তেলের একটি বিশাল চালান কিনেছে ভারতের রাষ্ট্রীয় তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসি। তেলের এই আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত দুই ব্যবসায়ী রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। বার্তা সংস্থাটি বলছে, ১৫ থেকে ৩১ মে পর্যন্ত বাল্টিক বন্দর থেকে এই তেল বোঝাই করার জন্য রাশিয়া সাতটি জাহাজ বরাদ্দ করেছে।

গত ডিসেম্বর মাসে উরাল ক্রুড এবং আইওসি একটি চুক্তি সই করে যার আওতায় উরাল অয়েল ইউনিট চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত ভারতে ২০ লাখ টন তেল রপ্তানি করবে। ওই চুক্তির আওতায় ভারত কৃষ্ণ সাগরের বন্দর থেকে কয়েকটি উরাল কার্গো কিনেছে।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img