সোমবার, মে ২০, ২০২৪

ইরানে ঘরে তৈরি মদ খেয়ে এক নারীসহ ১০ জনের মৃত্যু

ইরানে ঘরে তৈরি মদ খেয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হরমোজগান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সের মুখপাত্র ফাতেমেহ নওরোজিয়ান ১০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

ইরানি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, উপকূলীয় শহর বন্দর আব্বাসের এ ঘটনায় ৯ জন পুরুষ এবং একজন নারীর মৃত্যু হয়েছে। আরও ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর।

ফাতেমেহ নওরোজিয়ান জানান, এ ঘটনায় অ্যালকোহল বিষক্রিয়ার লক্ষণ নিয়ে ৭৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৫ জনকে ডায়ালাইসিস করতে হয়েছে। চার জনের দৃষ্টি প্রতিবন্ধকতা ছিল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img