বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

রাফাহতে বোমা হামলা বৃদ্ধি করেছে ইসরাইল, যেখানে ১০ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ’তে তীব্র বোমা হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী, যেখানে বাস্তচ্যুত ১০ লাখ ফিলিস্তিনি আশ্রয় গ্রহণ করেছে। সেই সঙ্গে একটি বাড়িতে বিমান হামলা চালিয়ে ২৪ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলেও জানা গেছে।

গাজ্জায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজ্জার বিভিন্ন এলাকায় নিজেদের বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়া বাস্তচ্যুত ১০ লাখ ফিলিস্তিনি রাফাহ শহরে আশ্রয় নিয়েছে। যদিও এই অঞ্চলটিকে ‘নিরাপদ স্থান’ বলে আখ্যা দিয়েছিল ইসরাইলি বাহিনী। তবে সাম্প্রতিক দিনগুলোতে এই অঞ্চলেও বোমা হামলা শুরু করেছে তারা।

গত শুক্রবার ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট জানিয়েছিলেন, রাফাহ শহরে আক্রমণ চালানোর প্রস্তুতি গ্রহণ করছে ইসরাইলি বাহিনী।

শনিবার ইসরাইলের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রাফাহ এলাকায় আশ্রয় গ্রহণ করা ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে না নেওয়া পর্যন্ত এই এলাকায় হামলা চালানো হবে না বলে মিশরকে প্রতিশ্রুতি দিয়েছে তেল আবিব।

ইসরাইলি সংবাদমাধ্যম অনুযায়ী, এসব বাস্তচ্যুত ফিলিস্তিনিদের খান ইউনিস অথবা দেইর আল বালাহ’তে পাঠানোর পরিকল্পনা করছে তেল আবিব। কিন্তু তাদেরকে দক্ষিণ গাজ্জায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img