গাজ্জা থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ সম্পদ লুট করেছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
রবিবার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে একথা জানায় গাজ্জা নিয়ন্ত্রণকারী হামাসের সরকার।
বিবৃতিতে বলা হয়, গাজ্জা অধিবাসীদের অভিযোগের ভিত্তিতে হিসাব করে দেখা গিয়েছে যে, গত ৯২ দিনে ৯০ মিলিয়ন ইসরাইলী শেকেল বা ২৫ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ, স্বর্ণ ও অন্যান্য ধাতুর জিনিসপত্র লুট করেছে জায়োনিস্ট ইসরাইল। তারা বিভিন্ন ভাবে এসব জিনিস লুটপাট করেছে। তন্মধ্যে চেক পয়েন্ট হয়ে দক্ষিণ গাজ্জায় স্থানান্তর হতে থাকা বাস্তুচ্যুত ব্যক্তিদের লুট করা অন্যতম। চেক পয়েন্ট অতিক্রমের বিনিময়ে জায়োনিস্ট বাহিনী বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কাছ থেকে তাদের অর্থ, স্বর্ণালংকার সহ বিভিন্ন ধরণের মূল্যবান বস্তু লুট করে রেখে দেয়।
এছাড়া বোমা হামলার পূর্বে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য খুবই সীমিত সময় বেঁধে দিয়েও তারা লুটপাট চালিয়েছ বলে অভিযোগ রয়েছে গাজ্জার সাধারণ অধিবাসীদের। যা ইসরাইলী সেনারাও তাদের সোশ্যাল একাউন্টে শেয়ার করেছেন। তাদের শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায় যে, বোমা হামলার পূর্বে ফিলিস্তিনিদের বের করে দিয়ে ঘরবাড়িতে থাকা তাদের টাকা পয়সা, স্বর্ণালংকার ও দামী জিনিসপত্র লুট করে নিচ্ছে। বাস্তুচ্যুতদের বিষয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করছে।
উল্লেখ্য,আমেরিকা, ব্রিটেন ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ২২ হাজার ৮৩৫ ফিলিস্তিনি। তাদের বর্বরতা ও নৃশংসতার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুতুল্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ৫৮ হাজার ৪১৬ ফিলিস্তিনি।
গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আহত ও শাহাদাত বরণকারীদের মধ্যে ৭০ শতাংশই হলো নারী ও শিশু।
সূত্র: আনাদোলু