বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

ভারতে ফাইজার টিকা গ্রহণকারী ২ জনের শরীরে ওমিক্রন শনাক্ত

ভারতের মহারাষ্ট্রে আরও ২ জনের শরীরে মহামারি করোনার নতুন ধরন ওমিক্রন পাওয়া গেছে। ৩৭ বছরের এক পুরুষ এবং ৩৬ বছরের এক নারীর শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের এই নতুন ধরন। এই নিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জনে দাঁড়াল। আর সমগ্র ভারতে এ সংখ্যা দাঁড়াল ২৩ জনে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছিলেন আক্রান্ত ব্যক্তি এবং আমেরিকা থেকে ফিরেছিলেন আক্রান্ত নারী।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা যায়।

বিমানবন্দরে কোভিড পরীক্ষা হলে তাদের করোনা ধরা পড়ে। এরপর তাদের স্যাম্পল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। তাতে ওমিক্রন ধরা পড়ে।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আক্রান্ত দুজনেই ফাইজার টিকার দুই ডোজ নিয়েছিলেন। তারপরেও তারা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

এর আগে রোববার (৫ ডিসেম্বর) মহারাষ্ট্রে আরও ৭ জনের দেহে মিলেছে ওমিক্রন। পিম্প্রিতে আক্রান্ত হয়েছেন এক পরিবারের ৬ জন। এদের মধ্যে রয়েছেন এক নারী ও তার দুই মেয়ে এবং ওই নারীর ভাই ও তার দুই মেয়ে। আক্রান্তরা নাইজেরিয়া ফেরত। এছাড়াও ফিনল্যানড ফেরত এক ব্যক্তির দেহেও মিলেছে ওমিক্রন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img