শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

“মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আমাদের জন্য তাৎপর্যপূর্ণ কিছু নয়”: ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে ইরানের কোন মাথা ব্যথা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শিয়া অধ্যুষিত রাষ্ট্রটি। বলা হয়েছে, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে নতুন কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

গতকাল বুধবার (৬ অক্টোবর) ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, “ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিগুলো আগের মতোই থাকবে। অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আমাদের জন্য তাৎপর্যপূর্ণ কিছু নয়।”

উল্লেখ্য, ট্রাম্প ও ইরানের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই বিশেষজ্ঞরা ধারণা করছেন, হোয়াইট হাউজে ট্রাম্পের প্রত্যাবর্তন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

সূত্র: ইরান ওইয়ার ডটকম

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img