রেডিও-টেলিভিশন এবং হালের সামাজিক যোগাযোগমাধ্যমে যার আজান ও পবিত্র কোরআন তিলাওয়াতে মুগ্ধ হতেন পৃথিবীবাসী, সুদানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেই কারি শেখ নুরেন মুহাম্মদ সিদ্দিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
দেশটির গণমাধ্যম জানিয়েছে, সুদানের সবচেয়ে ঘনবসতির শহর ওমদুরমানে গাড়ি দুর্ঘটনার শিকার হন সিদ্দিক।
সুদানের ধর্মমন্ত্রী নাসরুদ্দিন মুফরিহ তার ভেরিফায়েড ফেইসবুকে এ খবর জানিয়েছেন। তিনি লেখেন, আলি ইয়াকুব, আবদুল্লাহ আল-করিম ও মুহান্নাদ আল-কিনানি নামের তিন ছাত্রও মারা গেছেন। অপরজন সৈয়দ বিন ওমর চিকিৎসাধীন।
নুরেন মুহাম্মদ তার তিলাওয়াতের ধরন এবং দরদিকণ্ঠের জন্য তুমুল জনপ্রিয় ছিলেন।
তিনি কোরআন তিলাওয়াত করছেন, আর বহু মানুষ চোখের পানি ঝরাচ্ছেন এমন অনেক ভিডিও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তার মৃত্যুতে ধর্মপ্রাণ মুসলিমরা টুইটার-ফেইসবুকে আত্মার শান্তি কামনা করে পোস্ট দিচ্ছেন।
সুদানসহ নানা দেশের মানুষ নানাভাবে তাকে সম্মান জানাচ্ছেন। মালিক সালেক নামের একজন একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘তিনি আমার কাছে সবসময় সেরা থাকবেন। এই কণ্ঠ হৃদয়ের গভীর থেকে আসতে হয়। সর্বশক্তিমানের উপহার।’