বৃহস্পতিবার | ১৭ জুলাই | ২০২৫

স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলো হামাস

spot_imgspot_img

সব ধরনের খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আছে বলে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের ডেপুটি প্রধান সালেহ আল আরোরি।

তিনি বলেন, স্বাধীনতা না পাওয়া পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।

শনিবার (৭ অক্টোবর) আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।

সালেহ আল আরোরি বলেন, এখন সবকিছুই ঘটতে পারে এবং আমরা ইসারায়েলি অভিযান মোকাবেলার জন্য প্রস্তুত।

তিনি বলেন, দখলদার ইসরাইল গাজা ও পশ্চিমতীরে অভিযান ও আক্রমণ চালানোর পরিকল্পনা করছে।

তিনি আরও বলেন, এটা কোনো সাময়িক অভিযান নয়। আমরা আমাদের সার্বিক যুদ্ধ শুরু করেছি। আমরা লড়াই অব্যাহত রাখার প্রত্যাশা করছি। আমাদের একটাই প্রধান লক্ষ্য; আমাদের ও আমাদের পবিত্র ভূমির স্বাধীনতা।

জয় ও স্বাধীনতা না পাওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এই হামাস নেতা।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ

spot_img
spot_img
spot_img