কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছেন। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার দাশ জানান, রোববার ভোরের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা শালবন রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শরীফ (২৬) শালবন রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি-১ ব্লকের বাসিন্দা আব্দুস সালাম ওরফে মোহাম্মদ সেলিমের ছেলে।
পরিদর্শক প্রদীপ বলেন, “শরীফ একজন চিহ্নিত ডাকাত। রোহিঙ্গা ডাকাতদল ‘জকির বাহিনীর’ সদস্য হিসেবে ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাত জকিরের নেতৃত্বে সশস্ত্র লোকজন অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পিছু হটে পাহাড়ের দিকে পালিয়ে যায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শরীফকে হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পরিদর্শক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, সাতটি গুলি ও আটটি গুলির খালি খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় এএসআই মোহাম্মদ আমির ও মোহাম্মদ আজিজ আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক প্রদীপ।