দীর্ঘ ১০ বছর পর আবারও আরব লীগে স্থান পাচ্ছে সিরিয়ার সুন্নি মুসলমানদের রক্তপিপাসু শাসক বাশার আল আসাদ। সিরিয়াকে দলভুক্ত করতে ইতোমধ্যে সম্মত হয়েছে আরব লীগ।
রোববার (৭ মে) এমন খবর জানিয়েছে ইরাকের সংবাদমাধ্যমগুলো। এদিন মিসরের রাজধানী কায়রোতে বৈঠকে মিলিত হন আরব লীগের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এ বৈঠকে সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দিতে সম্মত হন তারা।
আগামী ১৯ মে সৌদি আরবে হবে আরব লীগের সম্মেলন। এর আগেই সিরিয়াকে জোটভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।