শুক্রবার, মে ৩, ২০২৪

সিনেট বিরোধী দলীয় নেতার নাম ঘোষণা করলো পিটিআই

সিনেট সংসদ ও বিরোধী দলীয় নেতার নাম ঘোষণা করলো পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই।

শনিবার (৬ এপ্রিল) ইমরান খানের সাথে সাক্ষাতের পর সংসদ ও বিরোধী দলীয় নেতার নাম প্রকাশ করেন দলটির বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান।

বিরোধী দলীয় নেতা হিসেবে পিটিআইয়ের পক্ষ থেকে আলি জাফর ও সংসদ নেতা হিসেবে আওন খানের নাম ঘোষণা করেন তিনি।

এছাড়া আডালিয়া কারাগার প্রাঙ্গণে তিনি সংবাদমাধ্যমকে জানান, পিটিআইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচনে বিজিত প্রার্থীদের জয়কে পরাজয়ে রূপান্তরিত করতে ভোট গণনা ও পুনর্গণনার খেলা সাজানো হচ্ছে।

তিনি আরো জানান, সিনেট নির্বাচনের ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সাথে তার আলোচনা হয়েছে। পিটিআইয়ের ঘাঁটি খ্যাত খায়বার পাখতুনখোয়ায় নির্বাচন মুলতবি করা হয়েছে। সেখানে কেনো এমন করা হচ্ছে পিটিআইয়ের তা বোধগম্য নয়।

ব্যারিস্টার গওহর এসময় পিটিআইয়ের পক্ষ থেকে সিনেট নির্বাচন পর্যন্ত সিনেটের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান নির্ধারণী নির্বাচন যেনো করা না হয় এর দাবী জানান।

সূত্র: এ আর ওয়ায় নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img