পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা। কলকাতায় যখন মোদির ব্রিগেড সমাবেশ চলছে, তখনই শিলিগুড়িতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সাফ জানিয়ে দিলেন, তিস্তা নিয়ে কোনো আপস হবে না। বাংলা ও উত্তরবঙ্গের মানুষের হিসসা তিস্তা।
রবিবার (৭মার্চ) ব্রিগেড থেকে যা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শিলিগুড়ি থেকে তার পাল্টা জবাব দিলেন মমতা।
নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে মমতা বলেন, হঠাৎ করে বলে দিল তিস্তার পানি দিয়ে দাও। আরে ভাই, রাজ্যকে জিজ্ঞেস করল না। আমার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভালো। সেখানকার প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই। এখানে রাজ্য সরকার আছে। আর তুমি রাজ্য সরকারকে
বিক্রি করে দেবে? অতো সস্তা নয় ভাই। তিস্তা উত্তরবঙ্গের হিসসা। এটা হবে না। এসময় তিস্তা নিয়ে নিজের অবস্থানও জানান দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি তো বলিনি পানি দেব না। কিন্তু আমি খাব, তারপরে তো দেব। আমার ঘরে থাকবে, তারপরে তো আমি দেব।