সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস নেথালি চুয়ার্ড এর সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (৭মার্চ) দুপুরে চসিক মেয়র দপ্তরে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম প্রমুখ।