ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কার্যালয়ে ফেরার পথে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ সময় দুইজন আহত হন। তবে পৌর মেয়র রফিকুল ইসলাম অক্ষত রয়েছেন।
রোববার (০৭ মার্চ) তাকে এই ঘটনা ঘটে।
পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জানান, ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তার নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেখান থেকে নিজ কার্যালয়ে ফিরছিলেন তিনি। কার্যালয়ের সামনে যেতেই এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের পুত্র তানজির আহমেদ রাজিবের নেতৃত্বে কয়েকজন তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
অপরদিকে এমপিপুত্র তানজির আহমেদ রাজিব জানান, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা বঙ্গবন্ধু চত্বরে যাওয়ার সময় রেল ক্রসিং অতিক্রম করার পর থেকেই এলোপাতাড়িভাবে আমাদের ওপর পাথর নিক্ষেপ করা হয়েছে।