বৃহস্পতিবার | ১৭ জুলাই | ২০২৫

গণহত্যার অভিযোগে ইসরাইলের সাথে চুক্তি বাতিল করল জাপানের প্রতিরক্ষা কোম্পানি

spot_imgspot_img

গত মাসে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় গণহত্যা বন্ধের আদেশ দেয় আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। আর এই রায়কে অনুসরণ করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ‌সামরিক প্রযুক্তি কোম্পানি ‘এলবিট সিস্টেমের’ সাথে কৌশলগত সহযোগিতা চুক্তি বাতিল করছে জাপানের বিমান ও প্রতিরক্ষা কোম্পানি ‘ইটোচু এভিয়েশন।’

সোমবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণাটি নিশ্চিত করেছেন কোম্পানির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা সুয়োশি হাচিমুরা।

হাচিমুরা বলেন, “ইসরাইলের সাথে সমঝোতা স্মারক সম্পর্কিত যে কোনও নতুন কার্যক্রম বাতিল করেছি আমরা, শুধু তাই নয় ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার সাথে সাথে এই স্মারকলিপিও শেষ করার পরিকল্পনা হাতে নিয়েছি আমরা।”

তিনি আরো বলেন, গত ২৬ জানুয়ারি দেওয়া আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের রায়কে সমর্থন জানিয়েছে টোকিও। আর তাই চলতি মাসেই এই চুক্তি বাতিল করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে একটি কৌশলগত সহযোগিতামূলক সমঝোতা স্মারক স্বাক্ষর করে ইসরাইলের সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেম। যার উদ্দেশ্য ছিল জাপানি বাহিনীর আত্মরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা।

উল্লেখ্য, জাপানের এই কোম্পানিটি শুধুমাত্র প্রতিরক্ষা ক্ষেত্রেই নয় বরং, শক্তি, অর্থ, রসায়ন, যোগাযোগ, খাদ্য, নির্মাণ ও টেক্সটাইলের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে বিনিয়োগ করে আসছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img