বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

পটিয়া মাদরাসার চলমান পরিস্থিতি নিয়ে শীর্ষ আলেমদের বিবৃতি

দেশের অন্যতম শীর্ষ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ায় বহিরাগত হস্তক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপেক্ষিতে শীর্ষ আলেমরা বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ আমীর ও জামিয়া আজিজুল উলূম বাবুনগরের মুহতামিম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সহ-সভাপতি মুফতী খলিল আহমদ কাসেমী, জামিয়া ওবাইদিয়া নানুপুরের মুহতামিম, বেফাকের সহসভাপতি ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ-এর সদস্য মাওলানা সালাউদ্দীন নানুপুরী ও জামিয়া ইসলামিয়া জিরির মুহতামিম মাওলানা মোহাম্মদ খোবাইব।

গণমাধ্যমে প্রেরিত বিবৃতিটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

গতকাল ০৫ ডিসেম্বর ২৩ ইং মঙ্গলবার দুপুরে পটিয়া থানার শোভনদন্ডী ও মুরাদাবাদ এলাকার কিছুসংখ্যক ছদ্মবেশী মুসল্লী; যারা জামিয়ার ছাত্র-শিক্ষক কিছুই নয়, জোরপূর্বক গেইট ভেঙ্গে জামিয়ার অভ্যন্তরে অনুপ্রবেশ করে এবং নীরিহ ছাত্রদের উপর হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করেস্থানী প্রশাসন জামিয়া পটিয়ার মজলিসে এদারীর প্রধান আল্লামা মুফতী আহমদ উল্লাহ সাহেব থেকে জোরপূর্বক অন্যায়ভাবে যেই স্বাক্ষর গ্রহণ করেছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কওমী মাদরাসার হিতাকাঙ্ক্ষী ও কল্যাণকামী কোন ব্যক্তি বা গোষ্ঠী এ ধরনের গর্হিত কাজ করতে পারে না।

উল্লেখ্য যে, বিগত ২৮ অক্টোবর ২৩ইং ছাত্র আন্দোলনের মুখে মাদরাসার মুহতামিম মাওলানা ওবাইদুল্লাহ হামজা পদত্যাগ করতে বাধ্য হন এবং মাদরাসা থেকে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে জামিয়ার প্রবীণ মুহাদ্দিসীন ও শিক্ষকগণ আল্লামা সুলতান যওক নদভী সাহেব সহ শূরার সদস্যদের সাথে যোগাযোগ করেন। আল্লামা সুলতান যওক নদভী সাহেব বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাৎক্ষণিক মাদরাসায় উপস্থিত হতে পারেননি। ফলে পরিস্থিতি বিবেচনায় দেশের শীর্ষস্থানীয় মুরুব্বী আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, উম্মুল মাদারিস দারুল উলূম হাটহাজারীর মুহতামিম আল্লামা খলীল আহমদ কাসেমী, জামিয়া ওবাইদিয়া নানুপুরের মুহতামিম আল্লামা শাহ সালাউদ্দীন নানুপুরী প্রমুখ বিজ্ঞ উলামায়ে কেরামদের সাথে যোগাযোগ করেন। প্রকাশ থাকে যে, জামিয়া ইসলামিয়া পটিয়ার সাথে প্রতিষ্ঠালগ্ন থেকেই আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সাহেবের পরিবার এবং আহলে হাটহাজারীর গভীর সম্পর্ক রয়েছে। একটি জাতীয় প্রতিষ্ঠানের এহেন নাজুক পরিস্থিতিতে উপস্থিত সমস্যার সমাধানের জন্য জামিয়া পটিয়ার প্রবীণ মুহাদ্দিসীন এবং শিক্ষকদের অনুরোধে উম্মাহের দরদী অভিভাবক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারীর মুহতামিম আল্লামা মুফতী খলীল আহমদ কাসেমী এবং শূরার অপরাপর কিছু সদস্য যথাসময়ে জামিয়া পটিয়ায় উপস্থিত হয়ে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে সর্বসম্মতিক্রমে জামিয়ার চলমান সংকট নিরসনে এবং ছাত্রদের ভবিষ্যত বিবেচনায় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে জামিয়ার কার্যক্রম স্বচল রাখা হয়। যেহেতু মাওলানা ওবাইদুল্লাহ হামযাকে উক্ত বৈঠকে উপস্থিত করা সম্ভব ছিলো না এবং উভয়পক্ষের বক্তব্য শুনারও পরিবেশ ছিলো না, সেহেতু উপস্থিত মুরুব্বীরা জামিয়ার সার্বিক কার্যক্রম স্বচল রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন কোনো মুহতামিম নিয়োগ না করে একটি মজলিসে এদারি গঠন করে দেন। উল্লেখ্য যে, মাওলানা ওবাইদুল্লাহ হামযা সাহেবকে জামিয়ার প্রবীণ এবং সিনিয়র শিক্ষকগণ পরিস্থিতি আঁচ করতে পেরে পূর্বেই শূরা ডাকার জন্য বার বার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে গড়িমসি করায় ২৮ অক্টোবর অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছিলো। তাছাড়া মুহতামিম হওয়ার মেয়াদ এক বছর পূর্ণ হওয়া সত্বেও তিনি মজলিসে শূরাও ডাকেননি এবং মজলিসে আমেলাও গঠন করতে পারেননি। দূর্ভাগ্যজনক বিষয় হলো, মজলিসে এদারী গঠন পরবর্তী মাওলানা ওবাইদুল্লাহ হামযা সাহেব জামিয়া পটিয়ার পরিবেশ শান্ত হওয়ার অপেক্ষা না করে এবং মুরুব্বীদের স্মরণাপন্ন না হয়ে রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপকেই গুরুত্ব দিয়েছেন। উভয় পক্ষকে বৈঠকে বসানো আর সম্ভব হয়নি। যার ফলে পরিবেশ অশান্তই রয়ে যায়। কোনো কওমী মাদরাসার উপর রাজনৈতিক এবং প্রশাসনিক হস্তক্ষেপ কখনোই কাম্য বা গ্রহণযোগ্য নয়। এমনকি, এ ধরণের হস্তক্ষেপ উসূলে হাস্তেগানার পরিপন্থী। চলমান পরিস্থিতিতে আমাদের পরামর্শ হলো-

১. অনতিবিলম্বে জামিয়ার মজলিসে শূরা এবং দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞ মুরুব্বীদের নিয়ে বৈঠক করে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন পূর্বক বিষয়টি নিষ্পত্তি করা হোক। উল্লেখ থাকে যে, মাদরাসার অভ্যন্তরে অবস্থানরত প্রবীণ শিক্ষকদের দাবী- “ইত্তেহাদুল মাদারিসিল আরবীয়া বাংলাদেশ নামক শিক্ষাবোর্ডটি জামিয়া পটিয়ার অধীনে পরিচালিত। কারণ, অত্র বোর্ডের সংবিধানে উল্লেখ ছিলো যে, জামিয়ার প্রধান যিনি হবেন, তিনিই হবেন ইত্তেহাদের সভাপতি।” অপরদিকে মাওঃ ওবাইদুল্লাহ হামযার পক্ষের দাবী- “জামিয়া পটিয়া ইত্তেহাদের অধিনস্থ প্রতিষ্ঠান। সেক্ষেত্রে ইত্তেহাদের সভাপতি যিনি হবেন, তিনিই জামিয়া পটিয়ার শূরার প্রধান হবেন।” বিষয়টি জাতির কাছে অস্পষ্ট। এখানে দেখার বিষয় হলো- অতীতে আল্লামা শাহ ইউনুস রহঃ, আল্লামা হারুন ইসলামাবাদী রহঃ, আল্লামা আব্দুল হালীম বুখারী রহঃ প্রয়াত মুহতামিমগণ নিয়মিত শূরার বৈঠকগুলো কি ইত্তেহাদের প্যাড বা পদ পরিচয়ে আহবান করতেন, নাকি জামিয়া পটিয়ার প্যাড বা পদ পরিচয়ে আহ্বান করতেন? যেহেতু ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়, তাই প্রতিষ্ঠান স্বচল রাখাই আমাদের কাছে মূখ্য। কারণ, প্রতিষ্ঠানের সাথে হাজার হাজার শিক্ষার্থীর মূল্যবান সময় ও জীবনের গভীর সম্পর্ক রয়েছে।

২. আশির দশকে রাজনৈতিক হস্তক্ষেপে জামিয়া পটিয়াকে বন্ধ করে দিয়ে পটিয়া কলেজে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিলো। আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে জামিয়া পটিয়াকে অদ্যবধি স্বচল রেখেছেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত স্বচল থাকবে। উল্লেখ্য যে, দেশের কওমী মাদরাসাগুলো শূরা কর্তৃক পরিচালিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ-এর গেজেটে সরকার কওমী মাদরাসার আভ্যন্তরীন বিষয়ে কোনোপ্রকার হস্তক্ষেপ করবেন না; বরং উসূলে হান্তেগানার আলোকেই কওমী মাদরাসা পরিচালিত হবে বলে উল্লেখ রয়েছে। সুতরাং, উভয়পক্ষ জামিয়া পটিয়ার উপর রাজনৈতিক ও প্রশাসনিক কোনপ্রকার হস্তক্ষেপের আশ্রয় না নিয়ে মজলিসে শূরা, হাইয়াতুল উলইয়ার সভাপতিসহ দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞ মুরব্বীদের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন। আশাকরি , উভয়পক্ষ ২৮ অক্টোবরের ঘটনাপরবর্তী এবং গতকালের ঘটনায় সৃষ্ট সকল মামলা প্রত্যাহার করে সুষ্টু সমাধানের পরিবেশ তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামীন যুগশ্রেষ্ট বুযুর্গদের রেখে যাওয়া আমানত জামিয়া ইসলামিয়া পটিয়াকে হেফাজত করুন। আমীন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img