চীনে দূতাবাসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। মাওলানা আসাদুল্লাহ বিলাল কারিমীকে দেশটিতে নিজেদের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। মাওলানা বিলাল কারিমী ২০২১ থেকে আফগান সরকারের ডেপুটি মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছিলেন।
চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের প্রধান হাংলির কাছে পরিচয় ও অনুমোদন পত্র পেশের মধ্যদিয়ে দেশটিতে আফগান দূতাবাসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
হাংলির সাথে সাক্ষাতকালে নবনিযুক্ত আফগান রাষ্ট্রদূত মাওলানা আসাদুল্লাহ বিলাল কারিমী বলেন, ইমারাতে ইসলামিয়ার সরকারের রাষ্ট্রদূত ও বিশেষ প্রতিনিধি হিসেবে চীনে কার্যক্রম শুরু করতে পেরে আমি অনেক আনন্দিত।
তিনি আরো বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান কারো জন্য হুমকি নয়। অন্যের ক্ষতির জন্য এর ভূখণ্ড ব্যবহার হতে দেওয়ার অঙ্গীকারে অটল রয়েছি আমরা। এছাড়া এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার সাথে সকলের স্বার্থ জড়িত ও সকলের জন্যই তা কল্যাণকর।
অবকাঠামোগত উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও পুনর্গঠন প্রকল্প এবং বিনিয়োগ খাতে অংশগ্রহণের জন্য চীনকে ধন্যবাদ জানান। আফগানিস্তানের বর্তমান নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনিয়োগ ও ব্যবসার জন্য খুবই উপযোগী উল্লেখ করে তিনি চীনকে আরো বেশি পরিমাণে এই সুযোগ কাজে লাগানোর আহবান জানান।
এসময় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের প্রধান হাংলি বেইজিংয়ে আফগানিস্তানের বর্তমান সরকারের রাষ্ট্রদূত নিয়োগকে চীন ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্কোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, চীন আফগানিস্তানের সার্বভৌমত্ব ও জনগণের সিদ্ধান্তকে শ্রদ্ধা করে। কখনো তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং করবেও না।
এর আগে রাষ্ট্রদূত নিযুক্তির পর চীনে তালেবান নেতৃত্বাধীন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর উদ্দেশ্যে মাওলানা আসাদুল্লাহ বিলাল কারিমী গত ২৪ নভেম্বর বেইজিং গিয়ে পৌঁছেন। এসময় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি হু শাও ইউং ও আফগান প্রতিনিধিরা তাকে অভ্যর্থনা জানান।
বর্তমানে পাকিস্তান, ইরান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তুরস্ক, আরব আমিরাত, সৌদি আরব ও কাতার সহ মোট ২০টি দেশের সাথে তালেবান নেতৃত্বাধীন সরকারের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। কাবুলে তাদের দূতাবাস কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। দেশগুলোতেও তালেবান নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে।
এছাড়া ভারতের দূতাবাস পুনরায় চালুর বিষয়ে আফগান ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী শের মুহাম্মদ স্তানিকজাই বলেন, আগামী কয়েক দিনের মধ্যে দিল্লিতে আফগান দূতাবাস খুলে দেওয়া হবে।
সূত্র: আল ইমারাহ