শায়খুল হাদিস মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ সময় ভোর রাতে ইংল্যান্ডের একটি হাসপাতালে ৮১ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী ২ ছেলে ও ৩ মেয়ের জনক ছিলেন। জীবনের শেষ বছরগুলোতে তিনি ছেলেদের সাথে ইংল্যান্ডে থাকতেন।
শায়খুল হাদিস ইমদাদুল হক হবিগঞ্জী রহ. দাওরা ফারেগের পর থেকেই দেশের বিভিন্ন মাদরাসায় শাইখুল হাদিস হিসেবে সুনামের সাথে শিক্ষকতা করেন। ময়মনসিংহের জামিয়া ইসলামিয়ায় শিক্ষক ছিলেন তিনি।
এছাড়াও তিনি সিলেটের ঐতিহ্যবাহি দরগাহ মাদরাসা, জামেয়া মাদানিয়া বিশ্বনাথ ও ঢাকার মালিবাগ মাদরাসায় অধ্যাপনা করেছেন। সর্বশেষ তিনি সিলেটের ঐতিহাবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার শায়খুল হাদিসের দায়িত্ব পালন করেন। তিনি মসজিদুল হারাম ও মক্কার সওলতিয়া মাদরাসায় বিভিন্ন সময়ে হাদিসের দরস দেন।
এছাড়াও বাংলাদেশের জাতীয় ঈদগাহের ইমামমের দায়িত্বও পালন করেছিলেন মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী রহ.। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদনা পরিষদের সদস্য ছিলেন তিনি।