বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

মাওলানা মুহিউদ্দীন ছিলেন বিশ্বে নন্দিত ও বিরল কৃতিত্বের অধিকারী মুসলিম মনিষী : আ ফ ম খালিদ

কিংবদন্তি লেখক, সাংবাদিক ও মাসিক মদিনা সম্পাদক ও মা’আরেফুল কুরআনের অনুবাদক, মাওলানা মুহিউদ্দীন খান রহ.এর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে রচিত গ্রন্থ ‘মুহিউদ্দীন খান : জীবন ও কর্ম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ বুধবার (৬ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পূর্ব গেটের ইসলামী বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা  ড. আ ফ ম খালিদ হোসেন। এতে আরও বক্তব্য রাখেন, লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাসিক মদিনার সম্পাদক ও বইয়ের প্রকাশক আহমদ বদরুদ্দীন খান, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার ও বইয়ের লেখক চঞ্চল মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. খালিদ হোসেন বলেন, মাওলানা মুহিউদ্দীন খান রহ.এর সারাবিশ্বে নন্দিত ও বিরল কৃতিত্বের অধিকারী মুসলিম মনিষীদের অন্যতম। তিনি ইসলামি সাহিত্য ও সাংবাদিকতা জগতে একজন কিংবদন্তি ব্যক্তিত্ব। বাংলা ভাষায় তাফসীরে ‘ মা’ আরেফুল কোরআন ও ইসলামের মৌলিক বিষয়ে দুস্প্রাপ্য ও উচ্চমার্গীয় কিতাবাদী সহজ – সরজ ও সাবলীল ভাষায় সকলের বোধগম্যরুপে অনুবাদ, প্রকাশ এবং সীরাতচর্চার ধারা প্রবর্তন করে তিনি এ দেশে ইসলামের প্রচার – প্রসারে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। অধিকন্তু, তিনি এ দেশে ইসলামি রাজনীতি ও তাহ্জিব – তামাদ্দুনের এক উজ্জ্বল নক্ষত্র হলেন মাওলানা মুহিউদ্দীন খান।

ড. খালিদ হোসেন আরও বলেন, আধুনিক বিশ্বের চিন্তার গবেষণা, ইসলামি জাগরণ ও কর্মসাধনার ক্ষেত্রে, কিংবদন্তি মহাপুরুষ, মাসিক মদিনা প্রতিষ্ঠাতা সম্পাদক, মাওলানা মুহিউদ্দীন খান -( রাহ;’) অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। একনিষ্ঠ কর্মসাধন ও বহুমুখী কর্মতৎপরতায় তিনি নিজেকে অনন্য উচ্চতায় আসীন করেছেন ব্যক্তি হতে রুপান্তরিত হয়ে উঠেছেন প্রতিষ্ঠানে। দ্বীনি খেদমত, বিশাল কর্মযজ্ঞ ও বহুবিধ কর্মতৎপরতার জন্য তিনি এ দেশের মুসলিম উম্মাহর নিকট স্বরণীয় বরণীয় হয়ে থাকবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাওলানা মুহিউদ্দীন খান রহ.এর ছেলে মোস্তফা মঈনুদ্দীন খান ও মুর্তজা বশিরুদ্দীন খান, মাওলানা আবদুল মালিক চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব খালেদ সাইফুল্লাহ বখশী, মুফতি আব্দুল কাইয়ুম, মুফতি ইমরানুল বারী সিরাজী, বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, রেডিও একাত্তরের আরজে মাওলানা মামুন চৌধুরী, সবার খবর সম্পাদক আবদুল গাফফার প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img