তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, শস্য চুক্তি চলমান রাখা এবং এটার রক্ষণাবেক্ষণে আমাদের ভুমিকা গুরুত্বপূর্ণ। সেইসাথে তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের পরিস্থিতি যেভাবে স্থিতিশীল অবস্থায় আনা হয়েছে তা তুরস্কের কূটনৈতিক ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
শনিবার (৫ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে “পলিটিক্স অ্যান্ড নিউ প্যারাডাইমস” অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এরদোগান বলেন, ফেব্রুয়ারীতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তুরস্ক একটি ভারসাম্য রক্ষাকারীর ভূমিকা পালন করে আসছে। আমাদের এই সম্পর্কের জন্য রাশিয়ান ও ইউক্রেনের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য; ২৯ অক্টোবর কৃষ্ণ সাগরে অবস্থানরত রাশিয়ার নৌবহরে ইউক্রেনের হামলার অভিযোগ এনে রাশিয়া শস্য চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। তবে তুরস্ক এবং জাতিসংঘ সম্মিলিত প্রচেষ্টায় রাশিয়াকে পুনরায় শস্য চুক্তিতে অন্তর্ভুক্ত করাতে সক্ষম হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি