আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ জর্জিয়ায় ড্যামোক্রেটদের প্রার্থী জো বাইডেনের চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ হাজার ৯০২ ভোটে এগিয়ে আছেন। এখন ওই রাজ্যে ১৬ হাজার ১০৫ ভোট গণনা বাকি আছে। রাজ্যটিতে ১৬টি ইলেকটোরাল ভোট রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সেখানকার কর্মকর্তারা বলেন, প্রক্রিয়ার কারণে ভোট গণনায় সময় লাগছে।
এদিকে মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয় কেড়ে নিতে তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে ভোটগণনা যত শেষের দিকে যাচ্ছে, ড্যামোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন ততই জয়ের দিকে এগোচ্ছেন।
ট্রাম্পের কথা অনুসারে, তার কাছ থেকে নির্বাচনের জয় ছিনিয়ে নিতে ডেমোক্র্যাটরা অবৈধ ভোট ব্যবহার করছেন।
ট্রাম্প বলেন, যদি আপনি বৈধ ভোট গণনা করেন, আমি সহজেই বিজয়ী হবো।