বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

শান্তিতে নোবেল পেলেন ইরানের নারীনেত্রী নার্গিস মোহাম্মদী

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন ইরানের নারীনেত্রী নার্গিস মোহাম্মদী। শুক্রবার (৬ অক্টোবর) এ পুরস্কার ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি।

বর্তমানে নার্গিস মোহাম্মদী বিভিন্ন অভিযোগে ১২ বছরের কারাভোগ করছেন।

নার্গিস মোহাম্মদী ১৯৭২ সালের ২১ এপ্রিল ইরানের জাঞ্জানে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। পদার্থবিজ্ঞানে ডিগ্রি লাভ করার পর একজন পেশাদার প্রকৌশলী হিসেবে চাকরি জীবনে পদার্পণ করেন।

শিক্ষা জীবনে নার্গিস মোহাম্মদী রাজনৈতিক ছাত্রসংগঠন ‘তাশাক্কুল দানেশজুয়ি রোশানগারান’ (আলোকিত ছাত্র সংগঠন)-এর সভা থেকে দুবার গ্রেফতার হন।

তিনি বেশ কয়েকটি সরকার বিরোধী সংবাদপত্রের সাংবাদিক হিসেবে কাজ করেছেন। দ্য রিফর্মস, দ্য স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য ট্যাকটিকস নামে রাজনৈতিক প্রবন্ধের বই প্রকাশ করেন।

২০০৩ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদির নেতৃত্বে ডিফেন্ডারস অব হিউম্যান রাইটস সেন্টারে যোগ দেন। পরে তিনি এ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হন।

নার্গিস ইরান সরকারের সমালোচনা করায় সর্বপ্রথম ১৯৯৮ সালে গ্রেফতার হন। এক বছর পর মুক্তি দেয় তাকে। আবার ২০১০ সালে তাকে আদালতে হাজির করা হয়। ২০১১ সালে ইরানের জাতীয় নিরাপত্তার বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে ১১ বছরের কারাদণ্ড দেয় আদালত। এরপর ২০১২ সালে সাজা কমিয়ে ৬ বছর করেন আদালত।

পরবর্তীতে ব্রিটিশ পররাষ্ট্র দফতরের সহায়তায় তাকে মুক্তির আবেদন করা হলে ৩১ জুলাই ২০১২ নার্গিস মোহাম্মদী কারাগার থেকে মুক্তি পান।

২০১৫ সালের ৫ মে তাকে আবারও নতুন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। ২০১৯ সালে নার্গিস তেহরানের এভিন কারাগারে চিকিৎসাসেবার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনে অনশন শুরু করেন। ২০২০ সালে কারাগারে কোভিডে আক্রান্ত হলে ৮ অক্টোবর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

মুক্তি পেয়ে আবারও রাষ্ট্র বিরোধী কার্যকলাপে অংশ নেওয়ার দায়ে ২০২১ সালে নার্গিসকে আটক করা হয়। বর্তমানে তিনি তেহরানের এভিন কারাগারে বন্দী আছেন।

১৯৯৯ সালে তিনি সাংবাদিক তাগি রহমানিকে বিয়ে করেন। বিয়ে করার কিছুদিন পরই রাষ্ট্র বিরোধী কার্যকলাপে সায়ে রহমানিকে আটক করা হয়। মোট ১৩ বছর কারাদণ্ড ভোগ করার পর ২০১২ সালে রহমানি পরিবার ফ্রান্সে চলে যান। নার্গিস ও রহমানির যমজ সন্তান রয়েছে–আলী ও কিয়ানা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img