করোনা শনাক্তকরণ পরীক্ষায় ভুলের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে সিলেটের ৫৮ প্রবাসীর বিদেশযাত্রা।
বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন সময়ে তাদের ফ্লাইটের সময়সূচি নির্ধারিত রয়েছে। কিন্তু করোনা রিপোর্টের ভুলের কারণে বিপাকে পড়েছেন তারা।
মঙ্গলবার সিলেট সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে বিক্ষোভও করেছেন প্রবাসীরা। তবে নমুনা সংগ্রহে ভুল নাকি ল্যাবে পরীক্ষার কারণে এই ভুল রিপোর্ট আসছে তা এখনও নিশ্চিত হতে পারেননি সংশ্লিষ্টরা।
জানা যায়, গত ৩ দিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় প্রবাসীদের রিপোর্ট ভুল আসছে। এই ল্যাব থেকে গত রোববার ৬ জন, সোমবার ১৩ জন ও আজ মঙ্গলবার ৩৯ বিদেশযাত্রীর করোনা পরীক্ষার ভুল রিপোর্ট প্রদান করা হয়। তারা প্রত্যেকেই সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে নমুনা জমা দিয়েছিলেন।
সিলেটের সিভিল সার্জন নমুনা পরীক্ষার পিসিআর মেশিনের সমস্যার কারণে এমনটি হচ্ছে দাবি করেছেন।
এদিকে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ বলছেন, নমুনা সংগ্রহের ত্রুটির কারণেও এমন সমস্যা হতে পারে।
জেলা প্রশাসক জানিয়েছেন, তিনি এ সমস্যা সম্পর্কে অবগত হয়েছেন এবং সমাধানের চেষ্টা করছেন।
সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, এরকম ফলাফল গত তিনদিন ধরে আসছে। গত পরশু ৬টি, গতকাল ১৩টি এবং আজ ৩৯টি নমুনার ফলাফল ‘অনিশ্চিত’ এসেছে।
সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, আমাদের স্বাস্থ্যকর্মীরা ৮মাস ধরে নমুনা সংগ্রহ করছেন অথচ তাতে কখনো ভুল হয়নি। গত তিনদিনে ওসমানী মেডিকেলের ল্যাব থেকে এরকম রিপোর্ট আসছে। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে। তাই সেখানেই সমস্যা থাকতে পারে।