রবিবার, মে ১৯, ২০২৪

গাজ্জা ত্যাগ করবে না জাতিসংঘের ত্রাণ ইউএনআরডব্লিউএ

গাজ্জার মিশর সীমান্তবর্তী শহর রাফায় স্থল অভিযান চালানোর পথে এগিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধরাষ্ট্র ইসরাইলী বাহিনী। তবে ইসরাইলী অভিযান সত্ত্বেও রাফা ত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএনআরডব্লিউএ ইতোমধ্যে ঘোষণা দিয়েছে- ইসরাইল রাফায় হামলা চালালেও সেখান থেকে সরে যাবে না ইউএনআরডব্লিউএ।

সংস্থাটি জানায়, রাফায় অভিযান চালানো হলে তা বেসামরিক লোকদের জন্য দুর্ভোগ ডেকে আনবে। এতে ১ দশমিক ৪ মিলিয়ন মানুষের জীবন বিপর্যয়ের মুখে পতিত হবে।

সংস্থাটি আরও জানায়, যতদিন সম্ভব, ইউএনআরডব্লিউএ রাফায় নিজের উপস্থিতি বজায় রাখবে। ফিলিস্তিনিদের জীবন রক্ষায় সহায়তা অব্যাহত রাখবে।

সূত্র: আল-জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img