শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা; সুদান থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে তুরস্ক

গৃহযুদ্ধে পর্যদুস্ত সুদানের রাজধানী থেকে দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।

শনিবার (৬ মে) তুর্কি রাষ্ট্রদূত ইসমাইল চোবানওগলুর গাড়ি বহরে হামলার ঘটনায় এই সিদ্ধান্ত নেয় দেশটি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাওলুদ চাভুশওগলু বলেন, সুদানে আমাদের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের গাড়িবহরে হামলার ঘটনায় রাজধানী খরতুম থেকে দূতাবাস সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমাদের নতুন দূতাবাস স্থাপন করা হবে পোর্ট সুদানে।

তিনি আরো বলেন, এই হামলায় আমাদের কেউ আহত হয়নি। কারা এই হামলার সাথে জড়িত তাও এখনো জানতে পারিনি।

উল্লেখ্য, ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে গত ১৫ এপ্রিল থেকে রহস্যময় ভাবে নতুন করে শুরু হয় সুদান সংকট। যুদ্ধে লিপ্ত দু’পক্ষ স্বল্প মেয়াদে বারবার যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা মেয়াদ পূর্ণ করতে পারছে না কোনো এক রহস্যময় কারণে। প্রতিবারই যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার যুদ্ধে জড়িয়ে যাচ্ছে দু’পক্ষ।

সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিরোধ নিরসনে রাষ্ট্র পরিচালনার পন্থা ও ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে পক্ষ-বিপক্ষের মাঝে আলোচনা চলছিলো। আলোচনায় এবিষয়ে একটি সমাধানেও পৌঁছেছিলো তারা। অপেক্ষা ছিলো শুধু শেষবারের মতো একটি আনুষ্ঠানিক বৈঠকের, যেখানে উভয়পক্ষ তাদের মেনে নেওয়া রাষ্ট্র পরিচালনা নীতি ও ক্ষমতা ভাগাভাগির আনুষ্ঠানিক স্বীকৃতি দিবে।

পুরো মুসলিম বিশ্ব অপেক্ষা করছিলো সুদানে নতুন ভোর দেখার। কিন্তু নতুন ভোর আসেনি যুদ্ধবিধ্বস্ত সুদানে। গত শনিবার (১৫ এপ্রিল) সকালে তারা আবার সংঘাতে জড়িয়ে পড়ে।

এক্ষেত্রে কারা প্রথমে হামলা চালিয়েছে এবিষয়ে রাষ্ট্রক্ষমতায় থাকায় সুদানের সেনাবাহিনী আর ক্ষমতা নিয়ে দ্বন্দ্বে থাকা আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ একে অপরের প্রতি পাল্টা অভিযোগ আনে।

জানা যায়, গত ২২ এপ্রিলের হিসাব অনুযায়ী সংঘাতে মোট ১ হাজার ৮০০ জনের হতাহতের ঘটনা ঘটে।

জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল সংঘাত বন্ধের আহবান জানালেও উভয় পক্ষ এখনও তাদের লড়াই অব্যাহত রেখেছে।

আধাসামরিক আরএসএফ বাহিনীর প্রধান জেনারেল মুহাম্মদ হামদান দাগলো ঘোষণা দেন যে, সব সামরিক ঘাঁটি দখল না করা পর্যন্ত তার সেনারা লড়াই চালিয়ে যাবে।

অপরদিকে সুদানের বর্তমান প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল-বুরহান ঘোষণা দেন যে, আরএসএফকে ধ্বংস না করা পর্যন্ত সব ধরণের শান্তি আলোচনার প্রস্তাব নাকচ করে দেওয়া হবে।

আরএসএফ প্রধান দাগলো এবং সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ বুরহান একে অপরের সহযোগী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ২০১৯ সালে সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করতে তারা এক হয়ে কাজ করেছিলেন। ২০২১ সনের সামরিক অভ্যুত্থানেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিশ্লেষক ও সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় আসার পর যখন লক্ষাধিক সেনা বিশিষ্ট আধা সামরিক বাহিনী আরএসএফকে সুদানের সেনাবাহিনীর সাথে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন থেকে দুই বন্ধুর মাঝে বিরোধ সৃষ্টি হয়। এজন্য যে, আরএসএফকে মূল সেনাবাহিনীর সাথে অন্তর্ভুক্ত করা হলে সেই বাহিনীর নেতৃত্বে কে থাকবে? কারণ প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ বুরহান আগ থেকেই সুদান সেনাবাহিনীর প্রধান পদে রয়েছেন। আরএসএফ যদি মূল সেনাবাহিনীতে যোগ দেয় তখন হামদান দাগলোর ক্ষমতা খর্ব হবে। সবচেয়ে বড় কথা সে তার সামরিক শক্তি হারিয়ে ফেলবে।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img