ভারতের পশ্চিমবঙ্গে ভোট দিয়ে বাড়ি ফেরার সময় এক তৃণমূল নেতাকে ধাক্কা মেরে ফেলে দেয় হিন্দুত্ববাদী বিজেপি কর্মীরা। এর ফলে গুরুতর আঘাত পেয়ে ওই নেতার মৃত্যু হয়।
মঙ্গলবার (৬ এপ্রিল) তৃতীয় দফার ভোটগ্রহণ চলাকালে পশ্চিমবঙ্গের গোঘাটে এ ঘটনা ঘটে।
নিহত তৃণমূল নেতা সুনীল রায় (৭২) গোঘাটের ফলুই এলাকার বাসিন্দা।। তিনি গোঘাটে তৃণমূলের বুথ সভাপতি ছিলেন।
তৃণমূল দাবী করে, সুনীল ভোট দিয়ে ফেরার সময় হিন্দুত্ববাদী বিজেপির কর্মীরা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এর ফলে গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদার অভিযোগ করে বলেন, নতুন বিজেপি যারা সিপিএম ছেড়ে বিজেপিতে গিয়েছেন, তারাই এই কাজের সাথে জড়িত।