মিশরের স্বৈরশাসক ও বিশ্বাসঘাত আব্দেল ফাত্তাহ আল সিসির নির্মম কারাগারে বিনাবিচারে আটক বিশ্বখ্যাত মুসলিম দায়ী শায়েখ ইউসুফ আল কারজাভির মেয়ে ওলা কারজাভিকে মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন তার মেয়ে।
শনিবার (৩ এপ্রিল) ওলা কারজাভিকে মুক্তি দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে একটি ছোট ভিডিও প্রকাশ করেন তিনি।
শায়েখ ইউসুফ আল কারজাভীর নানতি তথা ওলা কারজাভির কন্যা জানিয়েছেন, তার মা ওলা এবং তার বাবাকে ১,৪০০ দিন ধরে কারাগারে বন্দী করে রেখেছে সিসি সরকার।
ভিডিওতে ওলার কন্যা বলেন, গ্রেপ্তার হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি তার মাকে দেখেননি বা তার কাছ থেকে কিছু শুনেননি।
তিনি রমজান শুরুর আগে তার মাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মুসলমানদের জন্য পবিত্র মাস রমজান আগামী সপ্তাহ থেকেই শুরু হতে যাচ্ছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে তার ভিডিওটি ছড়িয়ে দেওয়া এবং তাঁর মায়ের দ্রুত মুক্তির দাবি জানানোর জন্য আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, ওলা কারজাভি ও তাঁর স্বামীকে নিঃসঙ্গ কারাগারে আটক রাখা হয়েছে। তাঁদের অপর নির্যাতনও চালাচ্ছে মিশরের আব্দেল ফাত্তাহ আল সিসির সরকার।
সূত্র: মিডলইস্ট মনিটর