বৃহস্পতিবার, মে ২, ২০২৪

নেত্রকোনার সীমান্ত থেকে জব্দ ভারতীয় চাল, চিনি, অ্যাংকর বুট

ভারতীয় চাল, চিনি ও অ্যাংকর বুট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের বাজার আনুমানিক মূল্য আট লাখ ৯২ হাজার টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার (০৬ মার্চ) সকালে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৫ মার্চ দুপুরে জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দার খারনৈই ইউনিয়নে বিজিবির কচুগড়া বিওপি’র (বর্ডার অভজারবেশন পোস্ট) আওতাও সীমান্ত কচুগড়া এলাকায় ৩০০ গজ দেশের অভ্যন্তরে এক অভিযানে ভারতীয় তিন হাজার ৯০০ কেজি চাল ও ৩৫০ কেজি চিনি জব্দ করেছে।

এছাড়াও গত ৩ মার্চ একই বিওপি’র আওতায় আরও দুটি অভিযানে সীমান্ত পিলার ১১৮০/৪-এস হতে ৩০০ গজ দেশের অভ্যন্তর পাতলাবন এলাকা এবং ১১৭৯/১১-এস হতে ১৫০ গজ অভ্যন্তরে বেনবেড়া নামক স্থান হতে ১৩ হাজার ৪৫০ কেজি ভারতীয় অ্যাংকর বুট উদ্ধার হয়।

বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় এবং এ সকল জব্দকৃত চোরাচালানি মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img