পূর্ব জেরুসালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদে প্রবেশে মুসল্লিদের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। শুক্রবার জুম্মার নামাজে ১৫ হাজার মুসল্লির বেশি প্রবেশের অনুমতি পাবে না বলে জানিয়েছে দখলদার কর্তৃপক্ষ।
আনাদোলু নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়টি জানিয়েছে জেরুসালেমের ইসলামি ওয়াকফ ডিপার্টমেন্টের এক সদস্য।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তার মতে, এই ধরনের নির্দেশনার পূর্বে প্রতি সপ্তাহে আল আকসা মসজিদে জুম্মার নামাজে প্রায় ৫০ হাজার মুসল্লী অংশগ্রহণ করত। তবে এমন নিষেধাজ্ঞার পর মসজিদের ভেতরে ও আঙিনা প্রায় ফাঁকা পড়ে থাকে।
তিনি আরো বলেন, শুধুমাত্র বৃদ্ধ ব্যক্তিদেরই মসজিদে নামাজ আদায়ের জন্য অনুমতি প্রদান করে ইসরাইলি পুলিশ। অন্যান্য দিনের চেয়ে শুক্রবার কড়া নিরাপত্তায় থাকে পুলিশ।
সূত্র: মিডল ইস্ট মনিটর