ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ডেপুটি প্রধান সালেহ আল আরুরীকে হত্যার পর, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে একটি অভিযোগপত্র দায়ের করতে যাচ্ছে লেবানন।
শুক্রবার (৫ জানুয়ারি) লেবাননের সরকার কর্তৃক এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে, লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বৌ হাবিবকে তাৎক্ষণিকভাবে ‘লেবাননের সার্বভৌমত্বের উপর আঘাত করে নতুন ইসরাইলি লঙ্ঘনের’ বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।
বিবৃতিতে, তেল আবিবের এই হামলাকে ‘নতুন ইসরাইলি অপরাধ’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।
শুধু তাই নয়, এই হামলার মাধ্যমে লেবাননকে চলমান যুদ্ধে জড়ানোর প্রচেষ্টা করছে ইসরাইল বলেও দাবি করেছেন তিনি।
সূত্র: মিডল ইস্ট মনিটর