গাজ্জা উপত্যকার খান ইউনিস অঞ্চলের একটি স্কুলে বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী। সেই সঙ্গে আহত হয়েছে আরো কয়েক ডজন। জাতিসংঘ পরিচালিত এই স্কুলটিতে ইসরাইলি বাহিনীর গণহত্যা থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিল এসব ফিলিস্তিনিরা। তবে বর্বর বাহিনীর হাতে শেষ রক্ষা হয়নি তাদের।
গত মঙ্গলবার (৪ ডিসেম্বর) গণহত্যামূলক যুদ্ধের ৬০ তম দিনে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে, গাজ্জা উপত্যকার মধ্যাঞ্চলে অবস্থিত নুসাইরাত শরণার্থী শিবিরে আরেকটি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে।
গাজ্জার একজন বাসিন্দা সংবাদ মাধ্যমকে বলেন, “প্রতি ১৫ মিনিট অন্তর এখানে বোমা হামলা হচ্ছে। ২ দিন আগে আমাদের বাড়িতে এফ-৩৫ বিমানের মাধ্যমে বোমা হামলা চালানো হয়েছে। আমরা বাঁচতে চাই তবে আমাদের কিছু করার নেই।”
সূত্র: প্রেস টিভি