শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৬৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ২৭ হাজার ২২৭ জনে দাঁড়িয়েছে। তবে এসময়ে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা ৯৮ জনেই রয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২১ জন নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

এ বছর মোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ডিসেম্বরে ৩৮২ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, জুনে ২৭২ জন এবং মে মাসে হাসপাতালে ভর্তি হন ৪৩ জন ডেঙ্গুরোগী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img