পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির পর সিনেটেও অনুমোদন পেলো বাহিনী প্রধানদের মেয়াদ, ইসলামাবাদ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা বৃদ্ধির বিল।
সোমবার (৪ নভেম্বর) পাকিস্তান সিনেট বা সংসদের উচ্চ-কক্ষ একতরফা ভাবে বিলটির অনুমোদন দেয়।
সংবাদমাধ্যমের তথ্যমতে, পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সিনেটে ‘আর্মি অ্যাক্ট-১৯৫২, এয়ারফোর্স অ্যাক্ট-১৯৫৩ ও নিউ অ্যাক্ট-১৯৬১ সংশোধনী বিল’ উত্থাপন করেন। সিনেটের অনুমোদন পেয়ে যাওয়ায় বিলটি কার্যকরে দেশটির বিতর্কিত সরকারের আর কোনো বাধা নেই।
এই বিলের প্রধান লক্ষ্যণীয় বিষয় হলো, পাকিস্তান সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের বিচারক সংখ্যা ও ৩ বাহিনী প্রধানের মেয়াদ বৃদ্ধি। বিলের আওতায় ৩ বাহিনী প্রধানের মেয়াদ বৃদ্ধি পেয়ে ৫ বছরে উন্নিত হবে। এর পূর্বে বাহিনী প্রধান পদে নিযুক্ত ব্যক্তিগণ সর্বোচ্চ ৩ বছর স্বপদে দায়িত্ব পালন করতে পারতেন। এছাড়া সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের বিচারক সংখ্যা বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৩৪ ও ১২ তে উন্নিত হবে।
পাকিস্তান সিনেট উদ্দেশ্য প্রণোদিত বিবেচিত হওয়া বিলটি পাশ করলে এর বিরোধী সিনেটররা সাথেসাথে হট্টগোল শুরু করেন। ফলে সিনেটের এজলাস অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, আর্মি অ্যাক্ট ও সুপ্রিম কোর্ট প্র্যাকটিস এন্ড প্রোসিজার্স এমন সময়ে সংশোধন হলো যখন রাষ্ট্রের সর্বক্ষেত্রে পাক সেনাবাহিনীর নির্লজ্জ হস্তক্ষেপের বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মিথ্যা মামলাকে কেন্দ্র করে একেবারে সুস্পষ্ট হয়ে গিয়েছে। ইমরান খানের জামিন ঠেকাতে ও শাস্তি নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের মতো গুরুত্বপূর্ণ আদালতের বিচারপতিদের সর্বোচ্চ প্যানেলকে চিঠি মারফত ও তাদের পরিবারকে ফোন মারফত হুমকি দিয়ে বসে।
হুমকি ইত্যাদির মাধ্যমে প্রধান বিচারপতি ও প্যানেলের কয়েকজন বিচারপতিকে বাগানো গেলেও তা ইমরান খানের বিপক্ষে রায় ঘোষণার জন্য যথেষ্ট ছিলো না। কেননা, ইমরান খানের স্বপক্ষের দলিল-প্রমাণ ছিলো যথেষ্ট শক্তিশালী ও স্পষ্ট। এতে করে পরিস্থিতি ও প্যানেলের অধিকাংশ বিচারপতিও ছিলেন তার অনূকূলে।
পিটিআই সহ দেশটির অন্যান্য দলের রাজনৈতিক ব্যক্তিত্বগণ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইমরান খানের বিরুদ্ধে আদালতে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করতেই বিচারপতির সংখ্যা বাড়ানোর প্রয়োজন অনুভব করেছে সেনা নিয়ন্ত্রিত অবৈধ পুতুল সরকার। সেনাবাহিনীর ইশারাতেই তারা আর্মি অ্যাক্ট ও সুপ্রিম কোর্ট প্র্যাকটিস এন্ড প্রোসিজার্স সংশোধনের বিল উত্থাপন করে। এছাড়া বিরোধী পক্ষকে তাদের নির্ধারিত সময় না দিয়ে একতরফা ভাবে বিলটি পাশ করা হয়।
সূত্র: এআরওয়াই নিউজ