প্রায় একমাস ধরে গাজ্জা উপত্যকায় চলছে ভয়াবহ ইসরাইলি আগ্রাসন। এর মধ্যেই অবরুদ্ধ উপত্যাকা থেকে ফিলিস্তিনিদের বের করে বিশ্বব্যাপী পুনর্বাসনের প্রস্তাব দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের বর্তমান রাজনীতিবিদ ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক ডেপুটি রাম বেন বারাক।
শনিবার (৪ নভেম্বর) ইসরাইলের ‘চ্যানেল ১২’ তে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “যদি গাজ্জা শরণার্থী দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, তাহলে তাদেরকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া উচিত।”
তিনি আরো বলেন, “চলুন তাদের বিশ্বব্যাপী ছড়িয়ে দেই। সেখানে ২.৫ মিলিয়ন লোক রয়েছে। প্রতিটি দেশ থেকে যদি ২০ হাজার ফিলিস্তিনিকে নেয়, সেখানে ১০০ টি দেশ সংযুক্ত হবে…তাদেরকে শরণার্থী হিসেবে বিবেচনা করলে এটি একটি মানবিক ও যুক্তিসঙ্গত প্রস্তাব। সর্বোপরি গাজ্জা উপত্যাকার চেয়ে কানাডাতে শরণার্থী হিসেবে বসবাস করা উত্তম।”
তার এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি জনগণ। ফিলিস্তিনিরা এই প্রস্তাবকে ‘জাতিগত নির্মূল’ নীতি হিসেবে অভিহিত করেছে।
এর পূর্বে গাজ্জার বাসিন্দাদের মিশরের সিনাই মরুভূমিতে চলে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন ইসরাইলি কর্মকর্তারা। তবে এসকল মন্তব্য প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনিরা।
এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা দিন দিন কমে আসছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির মাত্র ২৭ শতাংশ জনগণ বিশ্বাস করেন তিনি প্রধানমন্ত্রী পদের জন্য উপযুক্ত।
সূত্র: মিডল ইস্ট মনিটর