আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেন।
আগামী চার বছরের জন্য হোয়াইট হাউস নিশ্চিত করতে তার দরকার ৬ টি ইলেকটোরাল কলেজ ভোট। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মসনদ টিকিয়ে রাখতে দরকার আরও ৫৬ টি ইলেকটোরাল ভোট।
এখন পর্যন্ত ৪৫ টি অঙ্গরাজ্যের ভোটের ফল প্রকাশ করা হয়েছে। এতে জো বাইডেন ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট।
প্রেসিডেন্ট হিসেবে জয়ী হতে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি নিশ্চিত করতে হবে। সে হিসেবে, বাইডেন আর ছয়টি ইলেকটোরাল ভোট পেলেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে পারবেন। সেক্ষেত্রে ৬ ইলেকটোরাল ভোটের নেভাদায় জয়ী হলেই বাইডেন প্রেসিডেন্ট হয়ে যাবেন। আর ট্রাম্পকে প্রেসিডেন্ট হতে হতে জিততে হতে ৫টি অঙ্গরাজ্যেই।
এই ৫টি অঙ্গরাজ্যের ৪টিতেই এগিয়ে ট্রাম্প। আর নেভাদায় এগিয়ে রয়েছেন বাইডেন। পরিসংখ্যান বলছে, ৫টির চারটিতেও যদি বাইডেন হেরে যান তাতেও ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারবেন না। নেভাদা বাইডেনের পক্ষে গেলে তিনি নিশ্চিত প্রেসিডেন্ট।