ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও চিলি এক যৌথ বিবৃতি প্রকাশ করে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে আমরিকার বেরিয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার বিপর্যয় ঠেকাতে প্যারিস জলবায়ু চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন চাওয়া হয়েছে।
গত বুধবার (৪ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি থেকে বেরিয়ে গেছে।
পৃথিবীর জলবায়ুর ব্যাপক পরিবর্তন এবং তার পরিণতি রোধ করার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে দীর্ঘ আলোচনা শেষে ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্যারিস জলবায়ু চুক্তি সই হয়েছিল। আমেরিকাসহ বিশ্বের ১৯৫টি দেশ ওই চুক্তিতে সই করে যা ২০১৬ সাল থেকে বাস্তবায়ন শুরু করা হয়।
কিন্তু এর এক বছর পর ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ওই চুক্তি থেকে দেশটিকে বের করে নেয়ার ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট জলবায়ু পরিবর্তন বা এর ক্ষতিকর প্রভাবের বিষয়টি অস্বীকার করে এসেছেন।
এছাড়া, তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে স্বাক্ষরিত সব চুক্তি ও সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার সিদ্ধান্ত নেন।