বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

চট্টগ্রামে জমে উঠেছে ইসলামি বইমেলা

চট্টগ্রাম জামিয়াতুল উলুম লালখান বাজার মাদরাসার মাঠে দশ দিনব্যাপী ইসলামি বইমেলা জমে উঠেছে। দিন যতই গড়াচ্ছে মেলায় ভিড় বাড়ছে বইপ্রেমী পাঠক, লেখক ও দর্শনার্থীর।

শুক্রবার (৪ অক্টোবর) অনেকেই দল বেঁধে বইমেলায় এসেছেন। কেউ কেউ বন্ধু-বান্ধবদের নিয়ে, কেউবা পরিবার পরিজন, প্রিয় মানুষকে নিয়ে। শিশু, কিশোর-কিশোরীরাও এসেছে। মেলায় আগতরা ঘুরে ঘুরে দেখছেন নিজের প্রিয় লেখকদেরসহ মেলায় আসা নতুন বইগুলো। এ স্টল থেকে ওই স্টলে ঘোরাঘুরিতে কাটিয়ে দিচ্ছে সময়। পছন্দমত বইও কিনছে। অনেকে আবার দল বেঁধে এসে বিভিন্ন স্টল ঘুরে চলে যাচ্ছেন।

বইমেলায় আসা লালখান বাজার আল বারাকাহ মাদরাসার শিক্ষক মাওলানা হাফেজ জমির উদ্দিন বলেন, সুযোগ পেলেই প্রায় দিনই মেলায় চলে আসি। স্টলে স্টলে ঘুরি আর বই কিনি। প্রথম দিকে বইমেলা তেমন একটা না জমলেও, দিন যত যাচ্ছে মেলায় মানুষ বাড়ছে। এখন প্রতিদিনই ব্যাপক উপস্থিতি থাকছে।

আয-যিহান পাবলিকেশন্স এর সত্ত্বাধিকারী মাওলানা জাহেদুল ইসলাম যিহান বলেন, মেলা শুরু হওয়ার পর প্রথম দিকে তেমন একটা না জমলেও, দিন যত যাচ্ছে বইপ্রেমী ক্রেতা-দর্শনার্থীদের ভিড় তত বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে বেচাবিক্রিও।

বইমেলায় প্রতিদিন বিকেলে উপস্থিত থেকে পাঠকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন লেখক, গবেষক সাহিত্যিক ও ইসলামি চিন্তাবিদগন।

গতকাল শুক্রবার মেলায় পাঠকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, মেলার তত্ত্বাবধায়ক মুফতী হারুন ইযহার, ইনসাফ এর সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, সিয়ান পাবলিকেশন এর ম্যানেজিং ডিরেক্টর আহমেদ রফিক, তরুণ লেখক আসিফ আদনান, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী প্রমুখ।

আগামীকাল রবিবার (৬ অক্টোবর) দশ দিনব্যাপী চট্টগ্রাম ইসলামি বইমেলার শেষ দিন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img