জাতীয় স্মৃতিসৌধের ভেতর মাথায় গাছ উপড়ে পড়ে মো. সায়মুন (৩০) নামে এক দর্শনার্থীর মৃত্যু হয়েছে। এ সময় এক নারী দর্শনার্থী ও ১২ বছরের এক শিশুসহ দুজন আহত হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশ আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার ইঞ্জিনিয়ার মো. আবুল বাশার বলেন, সিগনেচার পয়েন্টের পাশে থাকা সারিবদ্ধ বড় বড় গাছ থেকে একটু দূরে বসে ছিলেন তিন দর্শনার্থী।