বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী এক বিবৃতিতে বলেন নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বরোচিতভাবে নির্যাতনকারী কুলাঙ্গারদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ধর্ষক যেই হোক তাকে দলীয় আশ্রয় না দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে এধরণের ঘটনা ঘটানোর দুঃসাহস অন্যকেউ না দেখায়।মধ্যযুগীয় বর্বর কায়দায় যেভাবে ধর্ষণ ও নির্যাতন বেড়ে চলছে দেশে শান্তিপূর্ণ বসবাস সম্ভব নয়। দেশকে বসবাসের উপযোগি করতে হলে অবশ্যই এধরণের ঘটনার সাথে সাথেই বিচার করতে হবে।
জঘন্যতম ঘটনার পরও একমাস কোনো বিচার হয়নি। সাধারণ মানুষ আজ সন্ত্রাসীদের নিকট জিম্মি এ থেকে উত্তরণে খেলাফত ব্যবস্থার বিকল্প নেই।